• সারাদেশ

    ৫ তলার ওপর থেকে খালে লাফ দিয়ে ২ জনের মৃত্যু

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ৩:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ

     

    নীলাকাশ টুডেঃ চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকার একটি পাঁচতলা বিল্ডিং থেকে চাক্তাই খালে লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জোয়ারের সময় এ ঘটনা ঘটে। খালে লাফ দিয়েছিলেন এক সঙ্গে ৫ জন।

    নিহতরা হলেন— মামুন (১৮) ও হৃদয় (১৩)। তারা বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা।

     

    বিষয়টি জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম। তিনি বলেন, পাঁচতলা ভবনের ওপর থেকে খালে লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    চট্টগ্রাম লামা বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খাতুনগঞ্জের পাঁচতলা একটি বিল্ডিং থেকে পাঁচজন একসঙ্গে চাক্তাই খালে লাফ দিয়েছিল। এর মধ্যে দুইজন পানির নিচ থেকে উঠতে পারেনি। বাকি তিনজন উঠে আসে।

     

    তিনি বলেন, নিহত দুজন চাক্তাই খালের মাটিতে আটকে গিয়েছিল। কাদা মাটিতে শরীর গেঁথে যাওয়ায় তারা আর উঠতে পারেনি। পরে আমাদের ডুবুরি দল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

    নিহত দুইজনের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

    আরও খবর

    Sponsered content