• Uncategorized

    মুখোশের আড়ালে আমি

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৬:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

    —-এম হাফিজুর রহমান শিমুল

    ঘুর্ণাক্ষরে তোমরা কেউ না জানলেও আমি তো নিজে পরিস্কার জানি ভেতরে-
    কতটা নোংরা আমি! অথচ
    কথা আর পোষাকের মুখোশে কি দারুণ সতত নিজেকে ঢেকে রাখি! আমার চেতনে-অবচেতন
    কিংবা অচেতনে ভাবনা এবং স্বপ্নে যে- আমি সত্যি বলতে- কোন জানোয়ারও নামে না কখনো অতটা নিচে! তবু এই মুখোশের ম্যাজিকে প্রতিদিন তোমরা- আমাকে সমীহ শ্রদ্ধা আর গভীর সম্মানে এবং কখনো কখনো সত্যি সত্যি ভালবেসে কত যে আবেগে- জড়িয়ে ধরো বুকে!

    আমিও মুখোশ খুলি না- নির্ঘাৎ ভয়ে কারণ তাহলে- সব আরাম যাবে ছুটে মুহূর্তেই ঝড়ে সবকিছু শ্রেফ উল্টে পাল্টে যাবে
    তারচেয়ে নয় কি এই বেশ ভাল আছি মুখোশের আড়ালেই বরং লুকিয়ে থাকি এবং চলুক দুনিয়াটা- চলছে যেমন
    ঠিকঠাক আগের মতোন- চমৎকার! কে চায় অহেতুক জটিলতা অযথা অনাচার ম্যাসাকার বলনতো?