পুতিনের সেই ঘোষণা ব্যাপক ট্রাজেডি ঘটাবে


MD Nuruzzaman প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২২, ৫:৩৯ পূর্বাহ্ন /
পুতিনের সেই ঘোষণা ব্যাপক ট্রাজেডি ঘটাবে

 

নীলাকাশ টুডেঃ রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা ব্যাপক ট্রাজেডির দিকে নিয়ে যাবে। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কারাগার থেকে একটি ভিডিও বার্তায় নাভালনি বলেন, এর ফলে একটি ব্যাপক ট্র্যাজেডি হবে, অনেক মৃত্যু হবে… নিজের ব্যক্তিগত ক্ষমতা বজায় রাখার জন্য, পুতিন একটি প্রতিবেশী দেশে হামলা করেছেন, সেখানে মানুষ হত্যা করেছেন এবং এখন বিপুল পরিমাণ রাশিয়ান নাগরিককে এই যুদ্ধে পাঠাচ্ছেন।

নাভালনির আইনজীবীরা ওই ভিডিওটি ধারণ ও প্রকাশ করেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার অভ্যন্তরে পুতিনের সবচেয়ে সোচ্চার সমালোচক নাভালনি। প্যারোল লঙ্ঘন, জালিয়াতি এবং আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি কারাভোগ করছেন। অবশ্য রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে এবং ভিন্নমতের অবসান ঘটাতে নাভালনির বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয় বলে দাবি করে আসছেন তিনি।