ইভিএম বা ব্যালট বিষয় নয়, মূল কথা সদিচ্ছা


MD Nuruzzaman প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৬:০০ অপরাহ্ন /
ইভিএম বা ব্যালট বিষয় নয়, মূল কথা সদিচ্ছা

নীলাকাশ টুডেঃ বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, নির্বাচনে কারচুপি করার ইচ্ছা থাকলে ইভিএম বা ব্যালট কোনটাই কারচুপি ঠেকাতে পারবে না।

রংপুর জেলা কংগ্রেস আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের ইচ্ছা থাকলে ব্যালট বা ইভিএম দুটোতেই করা সম্ভব। সেক্ষেত্রে ইভিএম পরিচালনায় কিছু নতুনত্ব আনার কথা বলেন তিনি। ভোট প্রদানের সাথে সাথে প্রতীকসহ মুদ্রিত টোকেন ব্যালট বক্সে রাখার ব্যবস্থা রাখার দাবি জানান তিনি।

রংপুর জেলা কংগ্রেসের আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম এ হক আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে দেশে ভালো নেতৃত্ব গড়ে উঠবে না। নতুনরা এই পরিবেশে রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলবে।

রংপুরের পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকালে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) প্রভাষক মোঃ দেলাব্বার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ তোফায়েল আহমেদ, গাইবান্ধা জেলা সদস্য সচিব হাফেজ ফখরুল হাসান প্রামাণিক, ঢাকার যাত্রাবাড়ী থানা আহবায়ক এ্যাডঃ আব্দুর রউফ খান প্রমুখ। বক্তারা অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।

রংপুর জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কংগ্রেসের আহবায়ক শাজাহান সিরাজ, রংপুর জেলা নারী কংগ্রেসের আহবায়ক মোমেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।